
আচ্ছা হিন্দু কারো থেকে ব্লাড নিলে বা দিলে কোন সমস্যা হবে?
উত্তর:
হিন্দু কারো থেকে ব্লাড নিলে বা দিলে কোন সমস্যা হবে না। কেননা অমুসলিমের রক্ত মুসলিমের শরীরে স্থানান্তর জায়েজ। কারণ মুসলিম আর অমুসলিমের রক্তে কোনো প্রভেদ নেই।
কিন্তু শরিয়তসিদ্ধ কথা হলো, কাফের-ফাসেকের স্বভাবে মন্দ ও নিন্দনীয় প্রভাব রয়েছে। কারণ তারা নাপাক ও হারাম খাদ্য গ্রহণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
AD: নিজের নামে ওয়েবসাইট তৈরি করতে এখনি যোগাযোগ করুনঃ 01788-076677
আর এতে করে খাবারের প্রভাব রক্ত-মাংসে পড়ে। তাই সে ক্ষেত্রে অমুসলিমের মন্দ স্বভাব-চরিত্রের প্রভাব মুসলিমের স্বভাব-চরিত্রে রক্তের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার বেশ আশংকা থেকে যায়। (এজন্য শিশুর জন্য পাপাচারী মহিলার দুধ পান করা মাকরুহ করা হয়েছে।) সুতরাং এসব ক্ষতির দিকে লক্ষ্য করে, অমুসলিমের রক্ত নেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত।
(জাওয়াহিরুল ফিকহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ৪০)
Author
![]() |
Total Posts: 55
Total Views: 7,524 |
সর্বশেষ পাঠকের মন্তব্য