
শুচিবায়ু বা শুচিবায়ুগ্রস্ত যারা, তারা কী
সহজে
বদভ্যাস ছাড়তে পারেন! খাদকদের মধ্যে
খাই
খাই অভ্যাস দেখা যায়। ক্ষুধা না লাগলেও
তাদের খিদা লেগেছে বলে মনে হতে থাকে।
হতেই পারে আপনার মাঝেও এমন মানসিক
সমস্যা রয়েছে। হয়তো নিজেই জানেন না।
এমন
অদ্ভুত দুটো মানসিক সমস্যার কথা জেনে
নিন
এখানে।
যেমন, গ্যামোম্যানিয়া। এই শব্দটির
সঙ্গে প্রায়
কারোরই পরিচয় নেই। অথচ
গ্যামোম্যানিয়াক
চরিত্র
চারপাশে চোখ ঘোরালেই দেখতে
পাবেন। গ্যামোম্যানিয়ায় আক্রান্ত
নারী-
পুরুষরা হন বিয়েপাগল। বিশেষ করে বিয়ের
সময়
হয়ে এলেই এদের মধ্যে বিয়ে করার
অস্থিরতা শুরু
হয়। তবে এটা ঠিক গ্যামোম্যানিয়া নয়।
মূলত
কারও প্রেমে পড়লে বা সামান্যা ভালো
লাগলেই চটপট বিয়ের প্রস্তাব দিয়ে বসা
গ্যামোম্যানিয়ার লক্ষণ। এমনকি এরা
একই দিনে
তিন-চার জনকে বিয়ের প্রস্তাব দিয়ে
বসেন।
পরিণতি বহুবিবাহ।
আরেকটি অদ্ভুত মানসিক সমস্যা
ক্লিনোম্যানিয়া। এই শব্দটিও
বেশিরভাগের
কাছে অপরিচিত। কিন্তু চারপাশে
অসংখ্যের
দেখা মিলবে। হয়তো আপনার ঘরেই পেয়ে
যাবেন। ক্লিনোম্যানিয়ায় আক্রান্তরা
ক্লিনোম্যানিয়াক। এরা সহজে বিছানা
ছাড়তে
চান না। আমরা সবাই হয়তো শীতের সময়
লেপ-
কাঁথার নীচে ঘাপটি মেরে পড়ে থাকি ঘণ্টার
পর ঘণ্টা। কিন্তু যারা ক্লিনোম্যানিয়ায়
আক্রান্ত, তাদের শীত-গ্রীষ্ম বলে কিছু
নেই।
সারাদিনই বিছানায় শুয়ে গড়াগড়ি দেন।
বিছানা ছাড়তে এদের দারুণ অনীহা।
Author
![]() |
Total Posts: 28
Total Views: 3,674 |
সর্বশেষ পাঠকের মন্তব্য