
আরশির সামনে একা একা দাঁড়িয়ে
যদি ভাবি কোটি জনতার মুখ দেখব__
হয় না হয় না হয় না ___
কে বলেছে হয় না এসো এই মঞ্চে
উদীচী এমনই এক আয়না ।।
সত্যেন রণেশের আঁকা পদচিহ্ন
লাল খামে বাঙালির ঠিকানা অভিন্ন
কানাগলি রাজপথ মিশেছে সেই মোহনায়
অন্য পথের দিশা চাই না।।
প্রগতির মিছিলে এই নবমাত্রা
শুরু হোক অনিয়ম ভাঙবার যাত্রা
AD: নিজের নামে ওয়েবসাইট তৈরি করতে এখনি যোগাযোগ করুনঃ 01788-076677
/>
থেমে থাকা আর নয় এখনি সে সময়
যুদ্ধে যাবার দেরি সয় না।।
Author
![]() |
Total Posts: 55
Total Views: 7,530 |
সর্বশেষ পাঠকের মন্তব্য