
হেসে খেলে এই মনটা আমার
কেড়ে নিলে এত সহজেই
এ যে প্রতারনা তা জানি না
কেঁদে কেটে এই মনটা আমার
অবহেলা আর অতৃপ্ততায়
জুটলো বেদনা আর কিছু না।।
তোমার প্রেমে ধন্য হয়ে
অতঃপর কত পূর্ন ভেবে
এক সোনার আলো এসেছিলো
আমার জানালায়
মন হয়েছিলো কাব্যময়
অপরূপ এক কল্প হয়
প্রান উজার করে আমি
লিখেছিলাম কবিতা।।
ব্যথা পেয়ে এত
AD: নিজের নামে ওয়েবসাইট তৈরি করতে এখনি যোগাযোগ করুনঃ 01788-076677
আর্ত হয়ে
ভিক্ষে চেয়েছি শান্তনা
একা আঁধার ঘরে আমার
ঘুম আসেনা
এই মনে শুধু রিক্ততা
কেউ আমার বন্ধু না
একা চলার পথে আমায়
কেউ ডেকো না।।
Author
![]() |
Total Posts: 55
Total Views: 7,850 |
সর্বশেষ পাঠকের মন্তব্য