
আপনার ব্লগার সাইটের পেজ গুলো যদি স্যামসাং ফোনের স্কিনের মতো থাকতো তাহলে খুবই ভালো হতো তাইনা?
আমরা সবাই ই স্যামসাং ফোনের স্কিনকে পছন্দ করি, কারন দুপাশ ডালু অসাধারণ লাগে দেখতে।
আপনার ওয়েবসাইটের পেজ গুলো যদি স্যামসাং ফোনের স্কিনের মতো দেখতে হতো তাহলে ভালো হয়, তাইনা, তাহলে চলুন আজই বানিয়ে ফেলি স্যামসাং স্টাইল।
এর জন্য আপনি যদি মোবাইল ইউজার হন
AD: নিজের নামে ওয়েবসাইট তৈরি করতে এখনি যোগাযোগ করুনঃ 01788-076677
অর্থাৎ আপনার কম্পিউটার ল্যাপটপ না থাকলে প্রথমে আপনার সাইটের টেমপ্লেটটি টি ডাউনলোড করে নিন।
এরপরে ইডিটর এ্যাপ দিয়ে ওপেন করুন এবং body close ট্যাগের সামনে download code এই কোড গুলো বসিয়ে সেভ করে, আপলোড করে দিন টেমপ্লেটটি।
তাহলেই ব্যাস কাজ শেষ, এবার দেখুন চেক করে।

Author
![]() |
Total Posts: 55
Total Views: 7,616 |
সর্বশেষ পাঠকের মন্তব্য