
শুরুতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, পোস্টে লাইক-কমেন্ট করা, ইনবক্সে হাই-হ্যালো, এরপর একদিন প্রেমের প্রস্তাব এবং শেষমেশ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এই ছকে এখন বিশ্ব জুড়ে হাজারো মানুষ জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নিচ্ছেন।
তাইতো বর্তমানে মন বিনিময়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুক।
অনেকে এমন সম্পর্কের স্থায়িত্ব নিয়ে হরহামেশা প্রশ্ন তুলেছেন। এ ধরনের সম্পর্ককে
অসাড়ও মনে করেন অনেকে। কিন্তু গবেষকরা বলছেন, ফেইসবুকের মাধ্যমে যে সব সম্পর্ক গড়ে উঠে তা দীর্ঘদিন টিকেও থাকে।
ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসনের এক দল গবেষক সম্প্রতি এই তথ্য দিয়েছেন।
গবেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে দু’জন মানুষের মধ্যে যে অঙ্গীকার তৈরি হয়, বাস্তব জীবনেও তা অটুট থাকে। ফলে সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উপর জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে। মূলত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে গড়ে উঠা সম্পর্ক ও অঙ্গীকারের মাত্রা নিয়ে ওই গবেষণা করা হয়।
প্রাথমিক জরিপের পর ফেইসবুকে দেয়া অঙ্গীকার কতটুকু বাস্তবে পালন করা হচ্ছে তা গবেষণা করে দেখা হয়।
নির্বাচিত দম্পতিদের ‘ফ্রেন্ডশিপ অ্যাক্টিভিটি’ যাচাই করে দেখার জন্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা হয়। এরপর দেখা হয়, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মটিতে কোন ধরনের তথ্য কি পরিমাণে আদানপ্রদান করা হয়েছে।
Author
![]() |
Total Posts: 55
Total Views: 7,611 |
সর্বশেষ পাঠকের মন্তব্য